সাহায্য:গ্রোথ/সরঞ্জামসমূহ/নীড়পাতা সক্রিয় করুন
Help contents: Use the tools: (Help panel, Enable the Homepage, How to claim a mentee, Suggested edits)
- Latest news: Growth team updates
- Newsletters
- Data on impact
- Contact
নীড়পাতাটি পূর্বনির্ধারিত হিসেবে সকল ব্যবহারকারীর জন্য সক্রিয় থাকে না। এই পাতাটি আপনার পছন্দে গিয়ে দুটি চেকবক্স নির্বাচন করে কীভাবে সক্রিয় করবেন তা ব্যাখ্যা করে।
আপনি একজন উইকি প্রশিক্ষক হিসেবে পরামর্শপ্রার্থীদের নীড়পাতা সক্রিয় করানোর জন্য, কিংবা আপনি নিজের জন্য নীড়পাতা সক্রিয় করতে প্রয়োজনীয় ব্যাখ্যা এই পাতায় দেয়া হয়েছে।
পূর্বনির্ধারিতভাবেই নবাগতদের জন্য নীড়পাতা সক্রিয় থাকবে, আমার পছন্দের উভয় চেকবক্স নির্বাচন করা আছে।
নীড়পাতা সক্রিয়করণ
নীড়পাতা সক্রিয় করতে আপনি আমার পছন্দের ব্যবহারকারীর বৃত্তান্ত ট্যাবটিতে যান।
সেখানে "নবাগতদের নীড়পাতা" বিভাগে "নবাগতদের নীড়পাতা প্রদর্শন করুন" চেকবক্সটি নির্বাচন করুন এবং নীড়পাতা সক্রিয় করুন।
নীড়পাতা সক্রিয়করণের ফলে ব্যবহারকারী পাতায় এবং ব্যবহারকারীর আলাপ পাতায় নতুন ট্যাব চালু হয়, যাকে "নীড়পাতা" বলা হয়।
নীড়পাতা পূর্বনির্ধারিত হিসেবে রাখুন
নীড়পাতা সক্রিয় করলে আমার পছন্দে নতুন একটি চেকবক্স দেখা যায়, যাকে বলা হয় "ব্যক্তিগত সরঞ্জামের ব্যবহারকারী লিঙ্ক থেকে নবাগতদের নীড়পাতা স্বয়ংক্রিয়ভাবে প্রদর্শন করুন"। এই চেকবক্স নির্বাচন করলে আপনার ব্যবহারকারী নামে ক্লিক করার পরে সরাসরি বিশেষ:নীড়পাতা সক্রিয় হবে, আপনার ব্যবহারকারী পাতার বদলে।
আপনার ব্যবহারকারী পাতা আপনারই থাকবে, এবং এর অন্য কোনো প্রভাব পড়বে না।