পঠন/ওয়েব/ডেস্কটপ মানোন্নয়ন/হালনাগাদ/বৃহত্তর উইকির জন্য ২০২২-০৪

From mediawiki.org
This page is a translated version of the page Reading/Web/Desktop Improvements/Updates/2022-04 for the largest wikis and the translation is 81% complete.
Outdated translations are marked like this.

ডেস্কটপ মানোন্নয়নের হালনাগাদ

এটাকে নতুন স্বয়ংক্রিয় হিসেবে তৈরি করা

Hello. আমি আপনাদের ডেস্কটপ মানোন্নয়ন প্রকল্পের হালনাগাদকৃত তথ্য দিতে চাই, যা নিয়ে উইকিমিডিয়া ফাউন্ডেশনের ওয়েব দল বিগত কিছু বছর ধরে কাজ করছে। আমাদের কাজ প্রায় শেষ! 🎉

আমরা সকল উইকিতে এই উন্নয়নগুলো স্বয়ংক্রিয়ভাবে সকল পাঠক ও অবদানকারীর জন্য দৃশ্যমান করে তুলতে চাই। আসন্ন সপ্তাহ ও, আমরা আরো উইকিতে এ নিয়ে আলোচনা করব, যার মধ্যে আপনার উইকিও রয়েছে। 🗓️ আমরা আপনার পরামর্শ আনন্দের সাথে গ্রহণ করব!

আমাদের প্রকল্পের লক্ষ্য পাঠক এবং অভিজ্ঞ ব্যবহারকারীদের জন্য ইন্টারফেসকে আরো অভ্যর্থনামূলক ও স্বাচ্ছন্দ্যপূর্ণ করে গড়ে তোলা। প্রকল্পটি ধারাবাহিক কিছু বৈশিষ্ট্যের উন্নয়নে সমন্বয়ে গঠিত। এর মাধ্যমে পড়া এবং শেখা, বিভিন্ন পাতা পরিভ্রমণ, অনুসন্ধান, ভাষা পরিবর্তন, নিবন্ধ ট্যাব ও ব্যবহারকারী মেন্যু, ইত্যাদির ব্যবহার সহজ করে তোলা হবে। ৩০টিরও বেশি উইকিতে এই উন্নয়নগুলো স্বয়ংক্রিয়ভাবে পাঠক এবং অবদানকারীদের জন্য দৃশ্যমান করা হয়েছে। এর মধ্যে রয়েছে ফরাসি, পর্তুগিজ, এবং পারস্য উইকিপিডিয়া।

এই পরিবর্তনগুলো কেবলমাত্র ভেক্টর স্কিনে প্রযুক্ত হবে। মনোবুক বা টাইমলেস ব্যবহারকারীরা এর মধ্যে পড়বেন না।

নতুনতম বৈশিষ্ট্যসমূহ

  • বিষয়সূচী - আমাদের সংস্করণে সহজে পৌঁছানো যায়, পাতার প্রেক্ষাপট জানা যায়, এবং স্ক্রল না করে সম্পূর্ণ পাতা পরিভ্রমণ করা যায়। এটা বর্তমানে আমাদের পাইলট উইকিগুলোতে পরীক্ষিত হচ্ছে। এটা ভেক্টর ২০২২ স্কিন বেছে নেয়া অবদানকারীগণও ব্যবহার করতে পারছেন।
  • পাতার সরঞ্জাম - বর্তমানে পার্শ্বদণ্ডে দুই ধরণের লিঙ্ক রয়েছে। প্রতিটি পাতা (যেমন সম্পর্কিত পরিবর্তন) এবং উইকি-বিস্তৃত লিঙ্কের ধরণ (যেমন সাম্প্রতিক পরিবর্তন) নিয়ে কাজ এবং সরঞ্জাম রয়েছে। আমরা এগুলোকে দুইটি পৃথক তালিকায় ভাগ করছি।

উন্নয়নগুলো কীভাবে চালু করা যাবে

Global preferences
  • এককভাবেও আমার পছন্দের অবয়ব ট্যাব থেকে "Vector (2022)" নির্বাচনের মাধ্যমে এই বৈশিষ্ট্য বেছে নেয়া সম্ভব। এছাড়া সকল উইকির জন্য বৈশ্বিক পছন্দ ব্যবহার করে এর মাধ্যমেও বাছাই করা সম্ভব।
  • উইকিতে স্বয়ংক্রিয়ভাবে সকলের জন্য পরিবর্তন দৃশ্যমান হওয়ায় প্রবেশকৃত ব্যবহারকারীগণ সবসময় উত্তরাধিকার ভেক্টর বেছে নিতে পারবেন। নতুন ভেক্টরের পার্শ্বদণ্ডে সহজে খুঁজে পাওয়া যায় এমন লিঙ্ক রয়েছে।

আরো জানুন এবং আমাদের কার্যক্রমে যুক্ত হোন

আপনি যদি আমাদের প্রকল্পের ক্রমান্বয়ন নিয়ে আগ্রহী হোন, তবে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করতে পারেন। আপনি প্রকল্পের পাতা পড়তে পারেন, আমাদের প্রাজিপ্র দেখতে পারেন, প্রকল্পের আলাপ পাতায় লিখতে পারেন, এবং আমাদের সাথে অনলাইন সভায় যুক্ত হতে পারেন

Thank you!