সাহায্য:পেজ সম্পাদনা

From mediawiki.org
This page is a translated version of the page Help:Editing pages and the translation is 87% complete.
PD বিঃদ্রঃ যখন আপনি এই পাতা সম্পাদনা করছেন, তখন আপনি আপনার অবদান সিসি০’র অধীনে প্রকাশ করার সম্মতি দিচ্ছেন। আরও তথ্যের জন্য পাবলিক ডোমেইন সাহায্য পাতা দেখুন। PD

উইকির বিষয়বস্তু সম্পাদনা খুবই সহজ:

  1. পেজটার উপরের "সম্পাদনা" ট্যাবে ক্লিক করুন।
  2. লেখায় পরিবর্তন করুন।
  3. "পাতা সংরক্ষণ করুন" বোতামে ক্লিক করুন।

হ্যাঁ, এতটাই সহজ!

সংযোজন নিয়মাবলি, সংযোজন রীতিনীতি, এবং বিন্যাসকরণ

উইকি সম্পাদনার প্রথম নিয়ম হলো বোল্ড করা। এগিয়ে যান-এবং সংযোজন করুন। আপনি যে ভুলগুলো করবেন সেই ভুলগুলো শুধরাতে পারবে অন্যরা, তাই সাহস রাখুন, এবং একবার হলেও চেষ্টা করুন! উইকি পেজ সম্পাদনার আরও কিছু সম্পাদনা রীতিনীতি, নিয়ম, এবং দর্শন আছে, কিন্তু সেগুলোর মধ্যে বোল্ড করা নিয়মটা হচ্ছে সবচেয়ে বেশি গুরত্বপূর্ণ!

একটা সংশোধন হতে পারে তথ্যের সম্পূর্ণ নতুন অনুচ্ছেদ বা পেজ, অথবা এটা হতে পারে একটা টাইপো বা বানান সংশোধনের মতো কাজ। প্রথমত, চেষ্টা করুন টেক্সট সংযোজন বা এডিট করতে যেন এটা হয় পরিষ্কার এবং পঠনযোগ্য। বিষেশভাবে, নিষচিত হন যে আপনার সংকল্প হবে এমন কিছু করা যা সমৃদ্ধ করবে উইকির কন্টেন্টগুলিকে।

যখন আপনার কিছু বিন্যাসকরণের দরকার পড়বে, যেমন নতুন হেডিংস অথবা টেক্সট বোল্ড করা, আপনি এগুলো করতে পারবেন উপরের সংশোধন জোনের edit toolbar হতে উইকি সিন্টেক্স অথবা বাটনগুলো দ্বারা। বিন্যাসকরণের কিছু সাধারণ ধরণ দেখুন Help:Formatting .

আপনি যদি এডিটিং করে দেখতে চান, তবে আপনি এডিটিং টেস্ট করতে পারেন Project:Sandbox পেজে, যেটা বিষেশভাবে তৈরি করা হয়েছে আপনার টেস্টের জন্য।

একপলক সংশোধনে

আপনার কোনো কাজ সেভ করার পূর্বে আপনি একটি ছোট নোট (অবশ্যই ৫০০ ক্যারেক্টারের বেশি নয়) করতে পারেন "সারাংশ:" আপনার কাজ বর্ণনাকারী বক্সে। এটা নিয়ে খুব বেশি চিন্তা করবেন না, অথবা অযথা সময় অপচয় করবেন না: কেবল ছোট একটা কথা লিখুন যে আপনি কী পরিবর্তন করলেন। For example, you might say "fixed typo" or "added more information about sunflowers".

এই সারাংশটি আপনার এডিটের সাথে থাকবে এবং মানুষদের সাহায্য করবে উইকিতে track changes আরও ভালোভাবে খঁজে বের করতে।

প্রাকদর্শন

এটা চমৎকার একটা পরিকল্পনা যে "প্রাকদর্শন" বাটন ব্যবহার করে দেখা সেভ করার পূর্বে আপনার করা পরিবর্তন কেমন দেখাবে। এ ছাড়া এটি tracking changes-র সাথে সম্পর্কিত কারন প্রতিবার আপনার সেভ করার পর এটা অন্যদের কাছে একটা আলাদা পরুবর্তন হিসেবে দেখা যাবে। This isn't something to worry about too much, but it's good to get into the habit of eliminating mistakes in your own work, by using a preview before saving, rather than saving, then having to do another edit just to make one or more minor corrections.

পরিবর্তনগুলো দেখুন

আরেকটা অপশঅন হলো"পরিবর্তনসমূহ" বাটন যেটা আপনাকে বর্তমান এবং এডিটেড অংশের মধ্যে পার্থক্য দেখাতে পারে।

সংরক্ষিত পেজসমূহ

Pages that are protected cannot be edited by anyone except users of a specific group. Protected pages will instead display "View source" instead of edit. In that case, to edit a protected page, contact a user who has permission to edit the page. The default protection levels are as follows:

  • None (allow all users)
  • Autoconfirmed (prevent edits by new and unregistered users)
  • Sysop (prevent edits by all users except administrators)

সম্পাদনার অন্যান্য ধরন

উইকির সম্পাদনার মাধ্যমে আপনি একটি নতুন পেজ তৈরি করতে পারেন, একটা পেজ সরানো (অথবা পুনঃনামকরণ), এমনকি একটা পেজ মুছেও ফেলতে পারেন।

মনে রাখবেন, আপনার এ লক্ষ্য হওয়া উচিত যে, উইকির বিষয়বস্তুগুলোকে আপনার সম্পাদনার মাধ্যমে সমৃদ্ধ করা।

আলোচনা

প্রতিটা নিবন্ধের নিজস্ব "আলাপ পেজ" আছে যেখানে আপনি প্রশ্ন করতে পারেন, পরামর্শ দিতে পারেন, অথবা সংশোধনের ব্যাপারে কথা বলতে পারেন। Help:Talk pages দেখুন।