বিষয়বস্তু অনুবাদ
Content Translation
উইকিপিডিয়া পৃষ্ঠাগুলিকে কম্পিউটারের সাহায্যে অনুবাদ
|
বিষয়বস্তু অনুবাদ সরঞ্জাম, সম্পাদকদের, মূল প্রবন্ধের ঠিক পাশেই অনুবাদ তৈরি করতে সাহায্য করে, এবং বিরক্তিকর ধাপগুলিকে (যেমন অন্য ব্রাউজার ট্যাব থেকে লেখা কপি করা, লিঙ্ক এবং বিষয়সূচি খুঁজে বের করা ইত্যাদি) স্বয়ংক্রিয় করে। কিন্তু এর চাইতেও ভালো উপস্থাপনার জন্য অনুবাদকদের নিজেদেরকে ওই যান্ত্রিক-অনুবাদটিকে আরো উচ্চমানের অনুবাদে পরিণত করতে হবে, যা তাঁদের মাতৃভাষায় পড়তে স্বাভাবিক মনে হয়।
যদিও এই সরঞ্জামটি সক্রিয় উন্নতিসাধনের মধ্যে আছে, তবুও এটি ব্যবহার করার জন্য উপলব্ধ, এবং ইতিমধ্যেই কয়েক হাজার প্রবন্ধ তৈরি করতে ব্যবহৃত হয়েছে, যার ফলে সম্পাদনার কাজ দ্রুততর হয়েছে।[1][2] বিষয়বস্তু অনুবাদ সরঞ্জামের মধ্যে অন্য অনেক সরঞ্জাম যেমন অভিধান এবং যান্ত্রিক অনুবাদ ব্যবস্থা সংযুক্ত করা আছে। সব ভাষায় এখনও এই সরঞ্জামগুলি উপলব্ধ নয়, কিন্তু এই যন্ত্রটাকে বৃদ্ধি করা সম্ভব যাতে আরও ঢোকানো যায়।
বিষয়বস্তু অনুবাদ, বর্তমান Translate সংযোজন কে পরিপূরণ করেঃ যেরকম অনুবাদ ব্যবহার করে উইকিপিডিয়া মেনু এবং অন্যান্য ইন্টারফেস উপাদানগুলি অনুবাদ এবং সমলয়িত করা হচ্ছে, সেরকম উইকিপিডিয়ার বিষয়বস্তুকে বিষয়বস্তু-অনুবাদ সরঞ্জাম দিয়ে অনুবাদ করা সম্ভব।
আরো দেখুন: Extension:ContentTranslation
এই সরঞ্জাম ব্যবহার করুন
উইকিপিডিয়ায় যেকোনো ভাষায় আপনি সরঞ্জামটি বিশেষ:বিষয়বস্তু_অনুবাদ থেকে ব্যবহার করতে পারেন। প্রথমবার এটিতে আপনার প্রবেশ, ওই উইকি তে সরঞ্জামটিকে সক্রিয় করে দেয়।
সমস্ত প্রবেশকৃত ব্যবহারকারী দের জন্য বিষয়বস্তু অনুবাদ এখনও একটি বিটা বৈশিষ্ট্য হিসাবে উপলব্ধ। একবার এটিকে সক্রিয় করলে; আপনার অবদান পৃষ্ঠা অথবা ভাষার একটি তালিকা ইত্যাদি বিভিন্ন জায়গা থেকে এতে ঢোকার অতিরিক্ত রাস্তা দেখতে পাবেন যখন উইকিপিডিয়া প্রবন্ধগুলি আপনার ভাষায় উপলব্ধ নয়।
যদি আপনি এই সরঞ্জামটি ব্যবহার করতে কোনো সমস্যার সম্মুখীন হন অথবা আপনি এই টুল সম্পর্কে মতামত রাখতে চান, তাহলে অনুগ্রহ করে আলোচনা পৃষ্ঠায় আপনার মতামত জানান
নতুন কী
- বিভাগ অনুবাদ প্রকল্প যা বিষয়বস্তু অনুবাদের ক্ষমতাকে বাড়িয়ে তুলবে। অনুবাদকরা মোবাইল এবং ডেস্কটপ উভয় মাধ্যম থেকেই অনুবাদের মাধ্যমে বর্তমান প্রবন্ধগুলি প্রসারিত করে পারবেন। বিভাগ অনুবাদ হোলো বুস্ট উদ্যোগ এর একটি অংশ, যেখানে আপনি অংশগ্রহণ করতে পারেন এবং আপনার অগ্রগতির উপর নজর রাখতে পারেন।
- বিষয়বস্তু অনুবাদের জন্য ব্যবহারকারীর জন্য নথিবদ্ধকরণ কে নতুনভাবে সাজানো হচ্ছে (কাজ চলছে)। নতুন সহায়তা নথিগুলি পর্যবেক্ষণ করুন এবং এগুলির উন্নতিসাধনে সাহায্য করুন।
সরঞ্জামটির উদ্দেশ্য
বিষয়বস্তু অনুবাদ |
---|
General |
Planning |
Visual design and user workflow documents |
Technology |
Installation |
বিষয়বস্তু অনুবাদ যন্ত্র, দ্বিতীয় একটি ভাষায় বর্তমান একটি পৃষ্ঠার উপর ভিত্তি করে প্রাথমিকভাবে একটি পৃষ্ঠা তৈরী করতে সাহায্য করে। এই যন্ত্রটি দিয়ে এক ভাষায় বর্তমান একটি প্রবন্ধ থেকে দ্বিতীয় একটি ভাষার একটি প্রবন্ধে নিয়ে আসে এবং অন্তর্ভুক্ত করে। পরবর্তীকালে সম্পাদকরা এটি থেকে যতটা সম্ভব বেশি বা কম পরিমাণ লেখা রাখতে পারেন বর্তমান সাধারণ সম্পাদনা সরঞ্জাম গুলি দ্বারা।
আমরা প্রত্যাশা করছি যে বিষয়বস্তু অনুবাদ, মানবসভ্যতার সমস্ত জ্ঞানের সমষ্টি কে আরো অনেক ভাষায় ছড়িয়ে দিতে সাহায্য করবে। যারা দুই বা ততোধিক ভাষা জানেন, এই যন্ত্রটি তাঁদের সাহায্য চাইছে।
বর্তমান সম্পাদকদের জন্য এই যন্ত্র, অনুবাদকার্য কে অনেক সরলীকৃত করে দেয়। বর্তমানে মাত্র ১৫% ব্যবহারকারী দ্বিতীয় কোনও ভাষায় সম্পাদনা করেন। এইসব একাধিকভাষী ব্যবহারকারীরা একভাশীক ব্যবহারকারী দের তুলনায় অধিক পরিশ্রম করছেন, গড়পড়তা প্রায় ২.৩ গুণ অধিক সম্পাদনাকার্য করছেন।[3] উপরন্তু এঈ যন্ত্রটি নতুন ব্যবহারকারীদেরকে আকৃষ্ট করার জন্য উদ্দিষ্ট, যেখানে তারা অবদান রাখার জন্য, সম্পূর্ণ নতুন পৃষ্ঠা তৈরির চেয়ে একটি সহজতর উপায় পাবে।
নিম্নলিখিত নীতিগুলির ভিত্তিতে এই যন্ত্রটি তৈরি করা হয়েছে।
- সময় বাঁচাও। দ্রুত বিষয়বস্তু যোগ করতে অনুবাদকদের সাহায্য কর। অপ্রয়োজনীয় কপি পেস্ট ক্রিয়া এবং বাহ্যিক সরঞ্জামের ব্যবহারের খাটনি ছাড়াই।
- সহায়তা প্রদান কর ভ্রম-ত্রুটি প্রতিরোধ কর এবং ব্যবহারকারীকে নিজের অনুবাদের ব্যাপারে স্বচ্ছন্দ অনুভব করতে সাহায্য কর।
- অনুবাদের মান উন্নত করতে উৎসাহিত কর। যন্ত্রটি সঠিকভাবে বোঝাবে উইকিমিডিয়ার পরিপ্রেক্ষিতে অনুবাদের উদ্দেশ্য এবং খারাপ মানের অনুবাদ পরিহার করতে সাহায্য করবে
- ব্যবহারকারীর উপর কোনো জবরদস্তি নয়। যেহেতু পৃথক ব্যক্তির সম্পাদনার ধরণ ভিন্ন ভিন্ন হয়, তাই সহায়তাগুলি সম্পাদকের উপর কোনও সম্পাদনা চাপিয়ে দেবে না।
- বিষয়বস্তুর উপর জোর দাও। লেখার ধরণের চাইতে বিষয়বস্তু বেশি গুরুত্ব পাবে। যান্ত্রিক উপাদানগুলি যেমন উইকিপাঠ্য, সম্পাদনাকে কঠিন করে দেবে না।
আরও গৃহীত বিশ্লেষণের বিশদ তথ্য উপলব্ধ.
কিভাবে যোগদান করবেন
- এই যন্ত্র ব্যবহার করুন।
- আপনি আমাদের পরীক্ষানিরীক্ষা অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক হিসেবে যোগদান করতে পারেন। আপনার সাথে জগাজগ করতে আমাদের সময় লাগতে পারে, কোন ভাষায় আমরা পরবর্তী কালে সক্রিয় করতে যাচ্ছি তার উপর নির্ভর করে। যেকোনো ক্ষেত্রে আমরা জত বেশি সংখ্যক ব্যবহারকারীর সহায়তায় পরীক্ষানিরীক্ষা করতে আগ্রহী এবং আমরা আপনার যোগদানের প্রশংসা করি।
- নতুন যান্ত্রিক অনুবাদ পরিষেবা সংযোগ করে যন্ত্রটিকে উন্নত করুন কিংবা প্রকাশিত অনুবাদের উপরে আমাদের তথ্য বিশ্লেষণ করার মাধ্যমে অনুবাদের পরিষেবা কে উন্নত করুন।
- নতুন ভাষা সমীক্ষা য় অংশগ্রহণ করুন যেখানে বর্তমান অনুবাদের যন্ত্রের উপরে আপনার ভাষার জন্য আপনি তথ্য দিতে পারবেন।
- আলাপ পাতায় প্রতিক্রিয়া জানান।
সম্পর্কিত পাতা
- পণ্যটির সংজ্ঞা
- ডেভেলপার দের জন্য
- স্থাপনার বিশদ
- সহায়তা নথিগুলি
- ঘোষণাসমূহ
- সকল উপপাতা
- বিষয়বস্তু অনুবাদের ঘটনাগুলির জন্য ভালো প্রচেষ্টাগুলো।
তথ্যসূত্র
- ↑ Wikipedia’s coverage of essential vaccines is expanding, Wikimedia Blog
- ↑ How content translation improved my wiki edits, Wikimedia Blog.
- ↑ Multilinguals and Wikipedia Editing, Scott A. Hale. Dec 2013
![]() | এই পাতা বা প্রকল্পটি Wikimedia Language engineering দ্বারা রক্ষণাবেক্ষণকৃত।
সাহায্য পেতে: |